ID: com.appfinobd.krisnakanteruila
Version: 1.0.1
Size: 0 Mb
কৃষ্ণকান্তের উইল -বঙ্কিমচন্দ্র Screen Preview
কৃষ্ণকান্তের উইল -বঙ্কিমচন্দ্র Details
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর একক প্রয়াস এই বাংলা সাহিত্যের বাংলা উপন্যাস এর সকল অপরিনতির চিনহ মুছে ফেলে।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রচনাতেই প্রথম বাঙালি পাঠক রোমান্সের বর্ণ বহুল জীবনের সন্ধান লাভ করে এবং বাঙালির একঘেয়ে সামাজিক জীবনের মধ্যেও গল্প রসের স্বাদ আবিষ্কার করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কথা সাহিত্যের সংখ্যা বারোটি। এবং সকল কথা সাহিত্যের মধ্যে কৃষ্ণকান্তের উইল শ্রেস্টতবের দাবীদার। স্ত্রী বর্তমানে বিধবা নারীর প্রতি পুরুষের আসক্তি কাহিনির মুল উপপাদ্য। কৃষ্ণকান্তের উইলে রোহিণী এর মতো বিধবার প্রতি উচ্চবিত্ত শিক্ষিত পুরুষ স্ত্রীর ভালোবাসায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও গোবিন্দলালের রোহিণীর প্রতি দুর্নিবার আকর্ষণ। গোবিন্দলালের স্ত্রী ভ্রমরের অভিমান এবং স্ত্রীকে রেখে রোহিণীকে নিয়ে গোবিন্দলালের পলায়ন। ভ্রমরের পিতার নিজের কন্যার সংসার ও জীবন বাচানোর জন্য রোহিনী ও গোবিন্দলাল কে আলাদা করার কৌশল অবলম্বন। সেই কৌশলে রোহিনীর ফাঁদে পড়া। নিজের রুপের আকর্ষণ যাচাইয়ের প্রয়াস রোহিণীর। এবং গোবিন্দলালের হাতে ধরা পরার পর গোবিন্দলালের পিস্তলের গুলিতে তার মৃত্যু। গোবিন্দলাল এর ভ্রমরকে ফিরে পাওয়ার আকাঙ্খা। কিন্তু ততদিনে অপেক্ষা ও কষ্ট ও অসুস্থ ভ্রমর এর জীবনাসন। গোবিন্দলালের সন্ন্যাসগ্রহণ এবং ভ্রমরাধিক ভ্রমরে নিজেকে সমর্পণ। এই উপন্যাসের কাহিনী থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে এরকম পরিস্থিতে কোনো পুরন্মিলন এর সম্ভাবনা থাকেনা। সংশিলস্ট সকলেরই জীবনের ধবংস অনিবার্য ভাবে নেমে আসে। গোবিন্দলাল রোহিণীকে স্ত্রীর মর্যাদা দেয়নি। কিন্তু তার কাছ থেকে শর্তহীন পাতিব্রত্য দাবি করেছিল। রোহিণীর সঙ্গে বসবাস এর সময় সে অপ্রাপ্যনীয়া ভ্রমরকেই ফিরে পেতে চেয়েছে। যেমন করে একদিন ভ্রমর এর সঙ্গে বসবাস করার সময় এ রোহিণীকে কাম্না করেছিল। ��োবিন্দলাল যা চেয়েছে তার মুল্য দিতে কক্ষনই প্রস্তুত থাকেনি। প্রেমের উপাখ্যান সবসময় মিলনে শেষ হয়না। ট্রাজেডি তেও শেষ হয়। কাহিনী নির্মাণে, ঘটনা বিন্যাসে , চ্রিত্রনাকনে কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর বিশিষ্ট রচনাDownload কৃষ্ণকান্তের উইল -বঙ্কিমচন্দ্র 1.0.1 APK
Search terms:
কৃষ্ণকান্তের উইল -বঙ্কিমচন্দ্র for pc
কৃষ্ণকান্তের উইল -বঙ্কিমচন্দ্র mod apk
কৃষ্ণকান্তের উইল -বঙ্কিমচন্দ্র full version
কৃষ্ণকান্তের উইল -বঙ্কিমচন্দ্র full data