ID: com.paradigmsc.srikirtankabbo
Version: 1.0
Size: 0 Mb
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য Screen Preview
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য Details
"শ্রীকৃষ্ণকীর্তন" মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্য গ্রন্থ। এটিই প্রথম বাংলায় রচিত কৃষ্ণকথা বিষয়ক কাব্য। মনে করা হয়, এই গ্রন্থের পথ ধরেই বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলির পথ সুগম হয়। রাধা-কৃষ্ণের প্রেম কাহিনী মানবীয়ভাবে উঠে এলেও, মূলত রাধা-কৃষ্ণকথার আড়ালে ঈশ্বরের প্রতি জীবকুলের মিলনের চরম আকুলতা প্রকাশিত হয়েছে এই কাব্যে। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি। কৃষ্ণ, রাধা, বড়ায়ি। কৃষ্ণ পরমাত্না বা ঈশ্বরের প্রতীক, রাধা জীবাত্না বা প্রাণিকুলের প্রতীক ও বড়ায়ি এই দুইয়ের সংযোগ সৃষ্টিকারী অনুঘটক। আমাদের আই অ্যাপে এই কাব্য সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছেঃ ১। শ্রীকৃষ্ণকীর্তন কি? ২। মূল উপজীব্য ৩। আবিষ্কার ও প্রকাশনা ৪। নামকরণ ৫। কবি ৬। চণ্ডীদাস ৭। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনি ৭। জন্ম খণ্ড ৮। তাম্বুল খণ্ড ৯। দান খণ্ড ১০। নৌকা খণ্ড ১১। ভার খণ্ড ১২। ছত্র খণ্ড ১৩। বৃন্দাবন খণ্ড ১৪। কালিয়দমন খণ্ড ১৫। যমুনা খণ্ড ১৬। হার খণ্ড ১৭। বাণ খণ্ড ১৮। বংশী খণ্ড ১৯। বংশী খন্ডের বিশেষ পদ ২০। বিরহ খণ্ড ২১। সারকথা ২২। তথ্যসূত্র আশা করি এই অ্যাপ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে জানতে সহায়ক হবে।Download শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1.0 APK
Search terms:
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য for pc
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য mod apk
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য full version
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য full data