Download জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন 2.0 APK for Android



জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন.apk 2.0
Name: জাহান্নামকে-চিনুন-ও-বেচে-থাকুন.apk
ID: com.codedrizzlers.horriblepunishmentinhell
Version: 2.0
Size: 0 Mb



জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন Screen Preview

Free জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন APK for Android
Free জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন APK for Android
Download জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন APK for Android

জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন Details

আল্লাহ তা‘লা জাহান্নামীদের শাস্তি প্রদানের ধাপগুলো সবিস্তারে বর্ণনা করেছেন। জান্নাতের নেয়ামতসমূহের স্পষ্ট বিবরণ শুনিয়েছেন; যা আল্লাহ তা‘লার চরম ন্যায়-নিষ্ঠার বহিঃপ্রকাশ। ফলে কাফেরদের আর অজুহাত দাঁড় করানোর সুযোগ থাকবে না। তবে এটা ঠিক, আল্লাহর দয়া তাঁর ক্রোধের অগ্রগামী, তাঁর ক্ষমা তাঁর শাস্তির অগ্রগামী; কিন্তু তাঁর গ্রেফতার অত্যন্ত কঠিন এবং তাঁর শাস্তি বড়ই যন্ত্রণাদায়ক। জাহান্নামে অপরাধীদের প্রজ্বলন দীর্ঘ ও কঠিন করতে সেখানে আল্লাহ বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা করেছেন। কুরআনুল কারীমে সেগুলো তিনি স্পষ্টরূপে বর্ণনা করেছেন । আল্লাহ তা‘লার প্রণীত মহাপ্রজ্ঞা হলো, তিনি বান্দাদের জন্য দুটি পথ নির্ধারণ করে দিয়েছেন। হয়তো কৃতজ্ঞ হয়ে জান্নাতের পথ ধরবে, নয়তো অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। সুতরাং যে ব্যক্তি সৎপথপ্রাপ্ত হলো, সে নিজের জন্যই লাভবান হলো। আর যে পথভ্রষ্ট হলো, সে নিজেকেই চরমভাবে ক্ষতিগ্রস্ত করল। আল্লাহ তা‘লা জান্নাতী এবং জাহান্নামীদের অবস্থার মধ্যে সম্পূর্ণ বৈপরিত্য রেখেছেন। আল্লাহ বলেন “জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী, তারাই সফলকাম।” (সূরা হাশর-২০) জ্বিন ও ইনসানকে আল্লাহ তা‘লা কেবল তাঁরই এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাদেরকে আনুগত্যের আদেশ করেছেন। মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মিথ্যারোপকারীদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। তাদের হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী করীম সা. বলেন, “আমার এবং মানুষের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির ন্যায়, যে আগুন প্রজ্বলিত করল। অতঃপর আলোৎসাহী পোকাগুলো এসে আগুনে পতিত হচ্ছিল। ওই ব্যক্তি বাঁধা দিয়েও তাদের বারণ করতে পারছিল না; তারা আগুনে ঢুকেই পড়ছিল। আমিও তেমন, তোমাদেরকে আগুন থেকে বারণ করছি আর তোমরা আগুনে ঝাঁপিয়ে পড়ছ।” (বুখারী-৩২৪৪) চির দুঃখ-কষ্ট-পেরেশানী, লাঞ্ছনা-গঞ্জনা, অপমান, বিড়ম্বনা, দুর্ভাগ্য, লজ্জা-শরম, ক্ষুধা-পিপাসা, আগুন, অশান্তি, হতাশ-নিরাশা, চীৎকার-কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব-গযব ও অসন্তোষের স্থান হলো জাহান্নাম। শান্তির লেশমাত্রই সেখানে নেই। হাত-পা ও ঘাড়-গলা শিকলে বেঁধে বেড়ি পরিয়ে দলে দলে জাহান্নামের অতল গহবরে নিক্ষেপ করা হবে। যেখানে শুধু অতিবেশি তেজ ও দাহ্য শক্তিসম্পন্ন আগুন ছাড়া আর কিছু নেই। দোযখের অগ্নিশিখা তাদেরকে উপর, নীচ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে, জ্বালাতে-পোড়াতে থাকবে। একবার চামড়া পুড়ে গেলে আবারো নুতন চামড়া গজাবে যেন বার বার আগুনের স্বাদ আস্বাদন করতে পারে। পিপাসায় প্রাণ পেটের নাড়ি-ভূঁমি গলে যাবে। এ হচ্ছে, আজাবের উপর আযাব। তাতে পিপাসা না কমে আরো তীব্র হবে। আল্লাহ তা‘আলা তাঁর আনুগত্যশীল বান্দাদের সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন জান্নাত। আর অমান্যকারীদের লাঞ্চিত করার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম। মৃত্যুর পরেই মানুষের অবস্থান স্থল নির্ধারিত হবে। সৎকর্মশীল হলে জান্নাতে এবং অসৎকর্মশীল হলে জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে। জান্নাতের সূখ যেমন- মানুষের কল্পনার বাইরে। জাহান্নামের শাস্তিও তেমনি মানুষের কল্পনার বাইরে। এ বিষয়ে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে জাহান্নামের শাস্তির স্বরূপ তুলে ধরার প্রয়াস পাব ইন্‌শাআল্লাহ। জাহান্নামীদের শাস্তি বিশাল হাতুড়ি দিয়ে আঘাত দগ্ধ হওয়ার পর নতুন চামড়া পুনস্থাপন শিকল পরিয়ে টেনে হেঁচড়ে নেয়া হবে উপুড় করে হেঁচড়ে নেয়া হবে ফুটন্ত পানি দিয়ে বিগলিতকরণ মুখবয়ব দগ্ধকরণ জাহান্নামের শৃঙ্গে উঠতে বাধ্য করা হবে চেহারা কালো ও কুৎসিত করে দেওয়া হবে আগুন কাফেরদের বেষ্টন করে রাখবে আগুনের প্রাচীর হৃদয় জ্বালিয়ে দেবে লজ্জা ও পরিতাপ আগুনে নাড়িভুঁড়ি ছিড়ে পড়বে জাহান্নামে উপাস্যও উপাসনাকারীর সঙ্গী হবে চিৎকার ও আর্তনাদ পাপের স্বীকারোক্তি জাহান্নামের প্রহরীদের কাছে তাদের দয়াভিক্ষা মৃত্যু কামনা অতি সংকীর্ণ স্থলে নিক্ষিপ্ত হবে, নড়াচড়ার সুযোগ থাকবে না মিনতি ও ক্রন্দন
জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন | -1 Reviewers | | Rating: 0

Download জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন 2.0 APK


Search terms:
জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন for pc
জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন mod apk
জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন full version
জাহান্নামকে চিনুন ও বেচে থাকুন full data
Previous Post
Next Post